আজকাল ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্টে মার্কিন সাংবাদিক ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাফায়েল সাটার তাঁর ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন। এই কার্ডটি ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক ২০২৩ সালের ৪ ডিসেম্বর বাতিল করেছিল। সাটারের অভিযোগ, এই সিদ্ধান্ত তাঁকে তাঁর পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন করেছে এবং ভারত, যা তাঁর প্রিয় দেশ, সেখানে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত করেছে।
রাফায়েল সাটার, যিনি রয়টার্সের হয়ে কাজ করেন, ভারতের একটি কোম্পানি অ্যাপিনের বিরুদ্ধে করা তাঁর তদন্তমূলক প্রতিবেদন প্রকাশের কিছুদিন পরই এই হেনস্তার মুখোমুখি হন। প্রতিবেদনে উল্লেখ ছিল, কীভাবে অ্যাপিন একটি প্রশিক্ষণ সংস্থা থেকে একটি "হ্যাক-ফর-হায়ার" প্রতিষ্ঠানে পরিণত হয়েছিল। প্রতিবেদনের পরপরই স্বরাষ্ট্র মন্ত্রক সাটারের ওসিআই কার্ড বাতিলের নির্দেশ দেয়।
সাটার জানিয়েছেন, তাঁর সাংবাদিকতার জন্য তিনি বিভিন্ন হুমকি পেয়েছেন, যার মধ্যে একজন ব্যক্তি 'কূটনৈতিক ব্যবস্থা' নেওয়ার হুমকি দিয়েছিল, যদি তিনি তাঁর প্রতিবেদন বন্ধ না করেন। দিল্লি হাইকোর্টে সাটারের আইনজীবী করুণা নন্দী যুক্তি দিয়েছেন, "রাষ্ট্রের যেকোনো সিদ্ধান্তের হৃদস্পন্দন হলো তার যুক্তি।" তিনি আরও বলেন, "বিশেষত, যখন একটি গুরুত্বপূর্ণ অধিকার কেড়ে নেওয়া হয়, তখন সেই সিদ্ধান্তের সঠিক যুক্তি থাকা অত্যাবশ্যক।"
সাটার বিশ্বাস করেন, ভারতীয় আদালতে তাঁর সাংবাদিকতার সততা প্রমাণিত হবে এবং তাঁর ওসিআই কার্ড পুনরায় চালু করা হবে।
